রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মাদক ব্যবসায়ীর গুলিতে অপর মাদক ব্যবসায়ী আহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৫

শেয়ার

মাদক ব্যবসায়ীর গুলিতে অপর মাদক ব্যবসায়ী আহত
গুলিতে অহত মাদক ব্যবসায়ী। ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মাদক ব্যবসায়ীদের গুলিতে আরেক মাদক ব্যবসায়ী ছোটন মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছোটন মিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলেন, জনি ও ছোটন দুইজনই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে মাদক ব্যবসায়ী জনি ও তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে ছোটনের বাড়িতে হামলা করে। জনির গুলিতে ছোটন আহত হয়েছে। মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। ভারত সীমান্ত ঘেঁষা জামালপুরে জনি ও ছোটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে।

আহত ছোটনের স্ত্রী রাহেলা খাতুন ও মা বুলুয়ারা খাতুন বলেন, জনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত। সে একজন মাদক ব্যবসায়ী। জনি ও তার লোকজন বিকালের দিকে আমাদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় ছোটনকে গুলি করে জনি। তার সাথে অস্ত্রসস্ত্র নিয়ে রুবেল ও শহর সহ বেশ কয়েকজন উপস্থিত ছিল। জনির গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ছোটন। সে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মাদক ব্যবসায়ীদের গুলিতে আরেক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪৬ কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় সীমান্ত। তার মধ্যে ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া। বাকি ২৮ কিলোমিটার 'অরক্ষিত' উন্মুক্ত। সীমান্তের অরক্ষিত-উন্মুক্ত জায়গা দিয়েই প্রতিনিয়ত আসছে মাদক। বিভিন্ন কৌশলে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে মাদক পাচার করছে মাদক কারবারিরা।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার ধর্মদহ, প্রাগপুর, বিলগাথুয়া, জামালপুর, মহিষকুন্ডি মাঠপাড়া, মুন্সীগঞ্জ, চরপাড়া, চিলমারী, চরচিলমারী, উদয়নগর, ডিগ্রিরচরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচারকারীরা গোপনে বিভিন্ন কৌশলে ফেনসিডিল, গাঁজা ও মদসহ বিভিন্ন মাদক পাচার করে। আর এসব মাদক হাত বদল হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। দু-একজন পাচারকারী ধরা পড়লেও নেপথ্যের গডফাদাররা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

banner close
banner close