রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ১০:০১

আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৮

শেয়ার

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড
ছবি: বাংলা এডিশন

শীত কাবু দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু জনজীবন। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। গত ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষনাগার থেকে শনিবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রী। এরপর সকাল ৯ টায় তাপমাত্রার পারদ নেমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সকালে তীব্র শীত সাথে উত্তরের হিমেল হাওয়া। কাবু করে দিচ্ছে মানুষ ও প্রানীকুল। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই আরো বেশি শীত অনুভুত হচ্ছে।

গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘রোববারের পর এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে । এরপর ২০ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমতে থাকবে। তখনো মৃদু শৈত প্রবাহের সম্ভাবণা রয়েছে।’  

কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মওসুমে প্রায় দিনই দেশের সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।’

banner close
banner close