রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জেলা প্রশাসকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২

শেয়ার

জেলা প্রশাসকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জ জেলার অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক মোঃ মনোয়ার হোসেন মোল্লা। গত শুক্রবার রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসার একশ অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ উপলক্ষে গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বলেন, হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপে সমাজের অসহায় দুস্থ মানুষের কষ্ট হচ্ছে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে।

গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন অর রশিদ বলেন, আমাদের মাদরাসায় অনেক ছাত্র অসহায় ও দরিদ্র ঘরের সন্তান রয়েছে। শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার মতো এসব হতদরিদ্র শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র নাই। জেলা প্রশাসনের দেওয়া কম্বলে তাদের অনেক উপকার হবে।

এসময় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহাগ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আহাদি হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল ইসলামসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

banner close
banner close