রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার ১

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:৪৪

শেয়ার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার ১
হামলার ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি : বাংলা এডিশন

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ছাত্রলীগের হামলা ও মারপিটের ঘটনায় মামলা হয়েছে। এঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলা করছেন। 

এ মামলার ৮ নম্বর আসামি আশরাফুল ইসলাম মতিনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজনের ওপর হামলা করে হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাং-এর সদস্যরা অস্ত্র নিয়ে হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার সকালের দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আশরাফুল ইসলাম মতিনের ছেলে স্যাম সাদিক (২২), জগতি এলাকার আমির হামজা মানিক (২২), থানাপাড়া এলাকার প্রেম (২৩), শাহরিয়ার (২২), সিয়াম (২৩), টোটন (২৩), কমলাপুর এলাকার গোপিজয় (২৩), একই এলাকার মৃত আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম মতিন (৫৫)। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলাম। সেখান আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। প্রায় ৩০ থেকে ৪০জন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি। মামলা দায়ের করেছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

 

banner close
banner close