
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক হান্নান আলীকে (৪২) আটক করেছে পুলিশ।
নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে ও আটক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।
নিহতের ছেলে আশিকুর রহমান বাবু জানান, সকাল সাড়ে ১১টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা ঠিকাদার মোয়াজ্জেম হোসেন। এ সময় তাঁকে সামন থেকে ধাক্কায় দেয় ট্রাক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে আসার আগে মারা যায় মোয়াজ্জেম হোসেন।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় চালক হান্নান আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: