রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৪১

শেয়ার

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে।

দোকান মালিক মামুন মিয়া জানান, ‘ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’  

অগ্নিকাণ্ডের বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে।’

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলেও জানান শাহিন আলম।

banner close
banner close