
চট্টগ্রামে সীমান্ত অবৈধপথে ভারতে অনুপ্রবেশের কালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের ভুজপুরের নলুয়াটিলা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- গোপি নাথ (৫৭), রুপালী রাণী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির দে (৪)। জানা গেছে, আটককৃতদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম ও গ্রামে ও কক্সবাজারের মহেশখালীতে।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, আটককৃত ১২ জনকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে বিজিবি কর্তৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: