
ছবি: বাংলা এডিশন
পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপ পাচারের সময় এক নারীকে আটক করেছে বন বিভাগ। ওই নারী কচ্ছপগুলো নিয়ে খুলনায় পাচারের জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রানী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়।
তাপসী রানীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রানী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ ও ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, এ ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন: