রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

প্রতিনিধি,খুলনা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:১৬

শেয়ার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক খুন
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। রাত ৮টায় নগরীর হাজী মহসিন রোডে এ ঘটনা ঘটে। তিনি সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুরের খালেক কারিগরের ছেলে। পেশায় রং মিস্ত্রি। 

খুলনা সদর থানার ওসি মনির-উল-গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল বুধবার রাত ৮টার দিকে হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় আসলে দুর্বৃত্তরা তাকে পেছন দিক থেকে গুলি করে। গুলিটি পিঠ থেকে ঢুকে তার পেটের বামপাশ দিয়ে বের হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিটি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।’

banner close
banner close