রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চাঁদপুরে অবৈধভাবে বালু তোলায় ১০ বাল্কহেড ও ড্রেজারসহ ৩৮ জন আটক

প্রতিনিধি,চাঁদপুর

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৯

শেয়ার

চাঁদপুরে অবৈধভাবে বালু তোলায় ১০ বাল্কহেড ও ড্রেজারসহ ৩৮ জন আটক
ছবি: সংগৃহীত

চাঁদপুরে অবৈধভাবে বালু তোলার সময় ১০টি বাল্কহেড এবং একটি ড্রেজারসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু তোলার সময় ১টি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।’

জব্দ করা ড্রেজার, বাল্কহেড এবং আটক দুষ্কৃতকারীদের পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিয়াম-উল-হক।

banner close
banner close