
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান খান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ ডিসেম্বর (বুধবার) রাতে উপজেলার নালী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও ওই মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: