রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৬:০২

শেয়ার

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
দুই ট্রাকের সংঘর্ষ। ছবি: বাংলা এডিশন

বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক শামীম সরদার নিহত হয়। অপর ট্রাকের চালককে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতলে নেওয়া হয়েছে।

নিহত ট্রাক চালক শামীম সরদার মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

banner close
banner close