
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, সোমবার ভোর রাত সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৫/৩ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্জতী জয়নগর মাঠের মধ্য থেকে সীমা আক্তার ও সঙ্গীতা বৈরাগীকে উদ্ধার করে।
সীমা আক্তার ঢাকা দক্ষিণ সিটির মেরাদিয়া মধ্য পাড়ার শাহজাহান আলী মেয়ে। সঙ্গীতা বৈরাগী গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার হাজরাবাড়ী গ্রামের তরানী বৈরাগীর মেয়ে।
এ সময় পাচারকারী দর্শনা জয়নগর গ্রামের মহিদুল ইসলামের ছেলে শাহিনকে আটক করেছে বিজিবি।
এছাড়াও পাচারের সাথে জড়িত পলাতক আরো তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। এরা হলো- জয়নগর গ্রামের ইউনুসের ছেলে রাশেদ, আমিরের ছেলে সোহেল ও আশরাফুলের ছেলে শরিফুল।
উদ্ধার দুই নারীকে দর্শনা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান, ‘উদ্ধার হওয়ার সীমা আক্তার বাদী হয়ে পাচারকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পাশাপাশি যশোরের মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় এসে ভিকটিমদের নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’
আরও পড়ুন: