
এড. কে এম ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি এড. কে এম ইকবাল হোসেনকে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত। প্রায় পৌনে এক কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় তার বিরুদ্ধে আদালত এ নির্দেশ প্রদান করেন।
মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক শরীফ হোসেন হায়দার এ নির্দেশ দেন।
আদালত সূত্র জানা গেছে, এ মামলার জামিনের জন্য তিনি উচ্চ আদালতে গেলে সেখান থেকে ৬ সপ্তাহের আদেশ জারি করে নিম্ন আদালত থেকে জামিন নেওয়ার কথা তাকে জানানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য এসেছিলেন। কিন্তু আইনজীবীদের বিরোধীতার কারণে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন: