
জেলের জালে কুমির। ছবি: বাংলা এডিশন
কুষ্টিয়ার মিরপুরে জেলেদের জালে একটি কুমির ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে কুমিরটি আটকা পড়ে।
পদ্মা নদীতা বড় বড় মাছ শিকারের জন্য মোটা সুতার বড় ফাঁসের জাল ফেলেছিল জেলেরা। কুমির জালে আটকে পড়ে। তখন জেলেরা জাল টেনে কুমিরটি নৌকায় করে তীরে নিয়ে আসেন। কুমিরটি লম্বায় ১০ ফুট এবং ওজন সাড়ে তিন মণ। কুমিরটি উদ্ধার করে নিয়ে গেছে বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, কুমিরটি জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে কুমিরটা উদ্ধার করা হয়েছে। এটি অবমুক্ত করা হবে। কুমিরটি আমাদের হেফাজতে আছে বর্তমানে।
জেলেরা বলেন, প্রতিদিনের মতো আমরা আজ সকালেও নদীতে যান। বাঘাইড়, আইড় ও পাঙাশ মাছ ধরার জন্য পদ্মা নদীতে জাল ফেলেছিলাম গতকাল রাতে। সকাল ১০ টার দিকে জাল তোলার সময় জালটি অনেক ভারী লাগছিল। এরপর জাল তুলে আনার পর দেখতে পাই কুমির। জালে মাছের বদলে কুমির আটকা পড়ে। কুমিরটি দেখে ভয় পেয়েছিলাম আমরা। এরপর কৌশলে জাল টেনে কুমিরটি নৌকায় করে নদীর পাড়ে তুলে আনি। এরপর উৎসুক লোকজন সেখানে জড়ো হলে ভিড় বাড়তে থাকে। শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, নাসির আহমেদ, রাজিব, রিপন, নজু, জিন্নাহ মাছ ধরতে গিয়ে কুমির ধরেছি। আমাদের জালটি নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে ক্ষতি পুরুন চাই, সহযোগিতা চাই।
শরিফুল ইসলাম বলেন, আমি মাছ মেরে সংসার চালাই। এই পেশায় ২৮ বছর ধরে আছি। প্রতিদিনের মতে আমি ও আমার সাথের লোকজন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এসময় রাতে পেতে রাখা জালের মধ্যে আটকানো অবস্থায় কুমির দেখতে পায়। আমরা জাল তুলতে গিয়ে দেখি জালের মধ্যে মাছের বদলে বিশাল কুমির। তখন আমরা ৭ জন মিলে পানি থেকে নৌকায় তুলে তালবাড়িয়া বালুর ঘাট এলাকায় নিয়ে আসি। পরে সরকারি কর্মকর্তারা কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। কুমিরটি ১০ ফুট লম্বা ও সাড়ে তিন মণ ওজন। এতো বড় কুমির আমরা কখনো দেখিনি।
আরও পড়ুন: