রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ

প্রতিনিধি,রাঙ্গামাটি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৬

আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:১২

শেয়ার

কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
ছবি: সংগৃহীত

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে । বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ভেসে ওঠে।

নিহতরা হলেন- চট্টগ্রামের বাসিন্দা প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসেন। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে দুই পর্যটক নদীতে ডুবে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ একই স্থানে ভেসে ওঠে।’

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ‘নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।’

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

মরদেহ উদ্ধার করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন ওসি শাহজাহান কামাল।

banner close
banner close