রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বোনকে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে।

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫১

শেয়ার

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বোনকে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে।
মরদেহ উদ্ধার। ছবি: বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামের কবরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন।

নিহত তসলিমার স্বামী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, পিতা মাতার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে মাত্র সাড়ে ১০ কাঠা জমি তার স্ত্রীক মৌখিকভাবে দেওয়া হয়েছে। বাকি জমির ভাগ চাওয়ায় তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা শেষে কবরস্থানের ফেলে রেখে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

প্রতিবেশী আলেয়া খাতুন জানান, তসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও ৩/৪ বছর আগে তারা বাবা মৃত বরকত আলীর বাড়ি চাঁদবীলে চলে আসেন। তারপর থেকে তিনি পরিবার নিয়ে এখানেই বসবাস করছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

এদিকে, তসলিমা খাতুনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই আত্মগোপনে রয়েছেন।

banner close
banner close