রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৬:০৮

শেয়ার

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ট্রেনের প্রতীকী ছবি

 

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে হিরন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে এ দূর্ঘটনা ঘটে।

হিরন শহরের দৌলতদিয়াড় গ্রামের দক্ষিনপাড়ার শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।

তিনি বলেন, চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, নিহত হিরণ কয়েকমাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। এরপর দেশে ফিরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাশাপাশি ভ্যান চালাতেন। 

স্থানীয়দের দাবী, হিরণ আত্মহত্যা করেছেন নাকি, এর পিছনে অন্যকিছু আছে তা পুলিশের খতিয়ে দেখা উচিৎ। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

banner close
banner close