রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

শেরপুরে পরিবেশ রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৭:০০

আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৭:০৭

শেয়ার

শেরপুরে পরিবেশ রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
বালু উত্তোলন বন্ধে মানববন্ধন।

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই এবং চেল্লাখালী নদীর পাড়ের ফসলি জমি, ঘরবাড়ি, ভোগাই ব্রীজ, বুরুঙ্গা ব্রীজ বেড়িবাধসহ নাকুগাও স্থলবন্দর বাঁচানোর স্বার্থে অবৈধ বালু ইজারাদারের বিরুদ্ধে উপজেলার জনসাধারনের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে উপজেলার সর্বস্তরের নারী-পুরুষসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নালিতাবাড়ীর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা উদেশ্যেপ্রনীতভাবে অবৈধ ইজারা দেন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাম্প্রতিক সময়ে বদলি হন ইউএনও মাসুদ রানা।

এই সুযোগে ইজারাদার পার্শ্বপর্তী তীর ও চুক্তিবদ্ধ সীমানার  বাহিরে থেকেও বালু কেটে বিক্রি করে যাচ্ছে যা কৃষিজমির জন্য হুমকি সরুপ। এ বিষয়ে  উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনার পরেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। অবাধে বালু উত্তোলনে দিনদিন হারিয়ে যাচ্ছে এখানকার পরিবেশের ভারসাম্য। তাই দ্রুত বালুর ইজারা বন্ধের দাবী জানান তারা। 

মানববন্ধন শেষে ভোক্তোভুগীরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

banner close
banner close