রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় বিএনপির সমাবেশে দুইপক্ষের হট্টগোল, মঞ্চের মাইকে কথা বলে বিপাকে ওসি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০২

শেয়ার

কুষ্টিয়ায় বিএনপির সমাবেশে দুইপক্ষের হট্টগোল, মঞ্চের মাইকে কথা বলে বিপাকে ওসি
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির কর্মী সমাবেশে দুইপক্ষের নেতা-কর্মীদের গণ্ডগোল-হট্টগোল করতে নিষেধ করেন খোকসা থানার ওসি মঈনুল ইসলাম। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সমাবেশের মঞ্চে উঠে মাইকের মাধ্যমে উপস্থিত নেতা-কর্মীদের উপদেশ ও অনুরোধ মূলক কথা বলেন তিনি।  

ওসির অনুরোধে সমাবেশে উপস্থিত দুইপক্ষের অশান্ত নেতা-কর্মীরা শান্ত হন। হট্টগোল-গন্ডগোলও থেমে যায়। অনেকে এটাকে উপদেশমূলক কথা হিসেবে ভালোভাবে গ্রহণ করেছেন। অনেকে এটিকে রাজনৈতিক মঞ্চে ওসির বক্তব্য বলে সমালোচনা করছে। এতে বিপাকে পড়েছেন ওসি।

ওসি মইনুল বলেন, ‘আমি কোনো বক্তব্য দেইনি। থানার ওসি হিসেবে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারি দায়িত্ব। আমি রাজনৈতিক বক্তব্য দিইনি। কর্মী সমাবেশে দুইপক্ষের গণ্ডগোল মারামারি হচ্ছিলো। পরিস্থিতি শান্ত করার জন্য আমি মঞ্চের মাইকে কথা বলেছি। আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি বারবার। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য মাইকে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছিলাম। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি।’

তিনি আরও বলেন, ‘সেদিন আমার অনুরোধে সবাই শান্ত হয়েছিল। পরে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছিল। আমি যে সময় কথা বলছিলাম সে সময় মঞ্চ ফাঁকা ছিল। সে সময় সমাবেশ শুরু হয়েছিল না। মঞ্চের অতিথি ও জেলা-উপজেলার সিনিয়র নেতারাও আসন গ্রহণ করেছিলেন না। আমি মাইকে কথা বলার বেশ কিছুক্ষণ পরে সমাবেশের মঞ্চে তারা আসেন।’  

বুধবার বেলা ১১টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিথি ও জেলা-উপজেলার সিনিয়র নেতারা মঞ্চে বা সমাবেশে আসার বেশখানিকটা আগে সমাবেশস্থলে স্থানীয় নেতা-কর্মী জড়ো হতে থাকে। সাড়ে ১০টার দিকে দুইপক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হচ্ছিলো, এ সময় মারামারির ঘটনাও ঘটে। দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল বন্ধ হচ্ছিলো না। অসংখ্য  কর্মীদের হাতে মোটা মোটা লাঠিসোঁটা  ছিল সেদিনের সমাবেশে। পরে পরিস্থিতি শান্ত স্বাভাবিক রাখার জন্য মঞ্চের মাইকে কথা বলেন খোকসা থানার ওসি।

পরে পরে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, স্বাভাবিক পরিবেশে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশের মঞ্চের মাইকে ওসি মঈনুল ইসলাম সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। একইসাথে নিজেকে নির্যাতিত বলে জানান। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার জন্যও বারবার অনুরোধ জানান তিনি।

খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

banner close
banner close