সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৪ শা’বান, ১৪৪৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:১৯

আপডেট: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৯

শেয়ার

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশন, বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে নদী ও নদীর আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’   

কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল আবারো শুরু হবে বলেও জানান ইকবাল হোসেন।