প্রায় ৮ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
রোববার রাত সোয়া ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কমে আসলে সোমবার সকাল সকাল সাড়ে ৮ টার দিকে ফেরি চলাচল শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোববার রাত সোয়া ১২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
আরও পড়ুন: