সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৪ শা’বান, ১৪৪৬

পাবনায় চাঁদা না পেয়ে বাস পোড়ানো যুবদল নেতা রানু বিশ্বাস বহিষ্কার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৫

শেয়ার

পাবনায় চাঁদা না পেয়ে বাস পোড়ানো যুবদল নেতা রানু বিশ্বাস বহিষ্কার
ছবি: সংগৃহীত

পাবনায় ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে একটি বাস পোড়ানোর অভিযোগে অভিযুক্ত সেই যুবদল নেতা রানু বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। 

শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর গ্রামে পেট্রোল ঢেলে বাসটি পুড়িয়ে দেয়া হয়। তামিম ট্রাভেলস নামেনমর বাসটির মালিক এনামুল হক।

বহিষ্কৃত রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সত্যতা নিশ্চিত হয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মকান্ডের বিরুদ্ধে যারা যাবে তাদের সংগঠনে স্থান দেয়া হবে না। যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করার কোন সুযোগ নেই।’

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় রানু বিশ্বাসের নামে গাড়ী পোড়ানো মামলা দায়ের হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’