সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৫ শা’বান, ১৪৪৬

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা: হরিরামপুরে আনন্দ মিছিল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৪

শেয়ার

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা: হরিরামপুরে আনন্দ মিছিল
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা: বাংলা এডিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখায় বর্তমান সভাপতি আফরোজা খান রিতাকে নতুন কমিটির আহ্বায়ক করায় মানিকগঞ্জের হরিরামপুরে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা বাজার ও লেছড়াগঞ্জ এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জেলায় ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন এস এ জিন্নাহ কবির, এডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, এডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন ও গোলাম আবেদীন কায়সার।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উৎসাহ উদ্দীপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাতেও দেখা যায়।

এ উপলক্ষে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে পৌঁছে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সংক্ষপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন, আলমাছ মিয়া, মাসুম শিকদার, উপজেলা যুবদলের সদস্য ফারুক খন্দকার, হান্নান মোল্লা, শাকিল মোল্লা, জাকির হোসেন ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মোল্লা,  উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নীরব শিকদার, সাবেক যুগ্ম আহবায়ক লুতফর রহমান, আশিক আহমেদ, ইমরান ভুইয়া,সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক

 সজল আহমেদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এরআগে বিকেলে উপজেলার ঝিটকা বাজারও একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. শফিক বিশ্বাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হিপু, শামসুল আলম খান মিশুক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আজিম