চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
এরআগে, রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম মিরসরাই এলাকার শহিদের গ্যারেজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শামসুল আলম পুত্র একরামুল হক (২৭), - মোঃ মুনসুরের পুত্র মোঃ ইসমাইল হোসেন তুহিন (২৩), রবিউল হোসেনের পুত্র মোঃ ওমর ফারুক (২৪), মৃত ওমর ফারুকের পুত্র মোঃ এমরান হোসেন (২৭), আবুল কালাম আজাদ পুত্র জাহাঙ্গীর আলম আজাদ (৪৫), বদিউল আলমের পুত্র কলিম উদ্দিন প্রকাশ কালো ধন (৪২), মৃত রহিম উল্লাহের পুত্র মোঃ জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), মৃত আমিনুর রহমানের পুত্র মোঃ ইকবাল হোসেন প্রকাশ আক্তার(৩৫), নুরুল মোস্তফার পুত্র আরিফুল ইসলাম প্রকাশ রিমন(২৭), আবুল কালামের পুত্র মোঃ সাদিক হোসেন (২২) ড্রাইভার, নুরুল আফসারের পুত্র খাইরুল ইসলাম (২৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লোহার পাইপ, লোহার কাটার, কাঠের লাঠিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত কালো রঙের একটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হচ্ছে এমন খবর পাওয়ায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ২৩টির চুরি, ডাকাতি প্রস্তুতি, দস্যুতার মামলা রয়েছে।
তিনি আরও বলেন, অজ্ঞাত আরও ২/৩ জনসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: