![ভোলার তজুমুদ্দিনে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ভোলার তজুমুদ্দিনে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২](./assets/news_images/2025/02/13/Untitled-1-Recovered-Recovered-Recovered2.jpg)
ভোলার তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ৭ নং ওয়ার্ড ভূইয়া বাড়ির সামনে গরু চোর সন্দেহে জনগনের হাতে গন পিটুনিতে ২ জনের মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে এঘটনা ঘটে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাপুর ৭ নং ওয়ার্ড ভূইয়া বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের হাতে ধরা পড়ে এবং তাদের গন পিটুনি দেন উৎসুক জনতা।
গন পিটানিতে নিহত নয়ন (২৬) উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২নং ওয়র্ড বালিয়া কান্দির বাসিন্দা অপর একজন আমির হোসেন (২৭) পার্শ্ববতি বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।
তজুমদ্দিন থানা পুলিশ তাদের দুইজনকে তজুমদ্দিন সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
ঘটনা সুত্রে জানাযায় তারা দির্ঘদিন সাধারণ কৃষকের গরু ছাগল চোর চক্রের সাথে জড়িত ছিলেন।
এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান চোর চক্রের সদস্য ২ জনকে গরুচুরির ঘটনায় হাতেনাতে আটক করেন স্থানীয় সাধারণ মানুষ। পরে উৎসুক জনতার গণপিটুনিতে নয়ন ও আমির নিহত হয়। নিহতদের ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: