বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

কুষ্টিয়ায় আ.লীগের চেয়ারম‌্যান গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২৫

শেয়ার

কুষ্টিয়ায়  আ.লীগের চেয়ারম‌্যান গ্রেপ্তার
আ.লীগের চেয়ারম‌্যান গ্রেপ্তার । ছবি: সংগৃহীত

কু‌ষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছেন পুলিশ৷ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ফুলবা‌ড়িয়া ইউনিয়নের এই চেয়ারম‌্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার ‌দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফুলবা‌ড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নি‌শ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

গ্রেপ্তার নুরুল ইসলাম মিরপুর উপজেলার ফুলবা‌ড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলবাড়িয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, নুরুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ 

 

banner close
banner close