বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

নওগাঁ সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১৬

শেয়ার

নওগাঁ সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু
নওগাঁ সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু। বাংলা এডিশন

‘একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয়’ স্লোগানে নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বইয়ের স্টল ছাড়াও মেলায় হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্য সামগ্রীর স্টল রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন এটি হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতি কর্মীদের মিলনমেলা। এছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

মেলায় সাতদিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলার শেষদিন ২১ ফেব্রুয়ারি সাহিত্য, সমাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় একুশে পরিষদের উদ্যোগে গুণী ব্যক্তি ও সংগঠনকে পদক দেওয়া হবে।

banner close
banner close