বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

চুয়াডাঙ্গায় কেরু থেকে আজও ৪ টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:০৫

শেয়ার

চুয়াডাঙ্গায় কেরু থেকে আজও ৪ টি বোমা উদ্ধার
চুয়াডাঙ্গায় কেরু থেকে আজও ৪ টি বোমা উদ্ধার। বাংলা এডিশন

দেশের সবচে বড় চিনিকল কেরু এ্যান্ড কোম্পানি চত্বরে সার্চিং অভিযান চালিয়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আরও চারটি বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতংক বিরাজ করছে এলাকায়।

রোবিবার দুপুর আড়াইটার দিকে কেরুরু শ্রমিক ইউনিয়নের নেতা জয়নাল আবেদীন নফরের অফিসের পিছন থেকে এসব বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সতর্ক অবস্থানে আছেন।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কেরু চত্ত্বর থেকে পর পর দুটি বোমা উদ্ধারের পর আজ রোবিবার দুপুর ১ টা থেকে সার্চিং অভিযান শুরু করে যৌথবাহিনি। অভিযানের দেড় ঘন্টার মাথায় উদ্ধার করা হয় ৪ টি বোমা। কোনো একটি মহল আতংক ছড়াতেই এসব করছে।  

নাম প্রকাশ না করার শর্তে কেরু সংশ্লিষ্টরা বলছেন, সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে। যাতে করে নির্বাচন বানচাল হয়ে যায়।

এর আগে গতকাল শনিবার সকালে সাড়ে ১১ টার দিকে কেরুর জেনারেল অফিস সংলগ্ন শুকনো পুকুর থেকে কালো টেপ মড়ানো একটি বোমা উদ্ধার করে যৌথবাহিনি। পরে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে তা নিষ্ক্রিয় করে।

তার আগে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেরু ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপে মোড়ানো ককটেল উদ্ধার করা হয়। পরে একইদিন রাতে ৮টার দিকে রাজশাহী থেকে র‍্যাব এর একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে ককটেলটি বিস্ফোরণ ঘটায়।

দর্শনা থানা সুত্রে জানা গেছে, পরপর দুইটি বোমা উদ্ধারের ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় দুইটি মামলা দায়ের করেছেন কেরু কতৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

 

banner close
banner close