
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঢাকামুখী লেনে সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছনে দিক থেকে আসা ২টি বাসসহ আরও একটি যানের পরপর সংঘর্ষ হয়।
এতে দুমড়ে মুচড়ে যায় ২টি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। ক্ষতিগ্রস্থ যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মূলত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে।’
এক্সপ্রেসওয়েতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।
আরও পড়ুন: