বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

চুয়াডাঙ্গায় মাঠ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:১৬

শেয়ার

চুয়াডাঙ্গায় মাঠ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: সংগ্রিহিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে মাসুদ রানা রঞ্জু নামে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ রানা কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার বদনপুর গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা রঞ্জু একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে মাসুদ রানা নিজেদের ভুট্টাক্ষেতের কাজ করতে যান। দুপুরে পরিবারের লোকজন মাঠে খাবার নিয়ে গিয়ে তার দেখা পাননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও কোনো উত্তর আসেনি।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন আবারো মাঠে গিয়ে তাকে খুঁজতে থাকেন। এ সময় ভুট্টাক্ষেতের মধ্যে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবির জানান, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সময় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও এখনো হত্যার কারণ স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দিনের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এবং সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।’

 

banner close
banner close