শুক্রবার

২১ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ফাল্গুন, ১৪৩১
২২ শা’বান, ১৪৪৬

আমজাদ হত্যা মামলায় রহস্যময়ী নারী পরকীয়া প্রেমিকা সাজেদা বেগমকে আদালতে সোপর্দ

প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:২৩

শেয়ার

আমজাদ হত্যা মামলায় রহস্যময়ী নারী পরকীয়া প্রেমিকা সাজেদা বেগমকে আদালতে সোপর্দ
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে মো. আমজাদ হোসেন (৩৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রহস্যময়ী নারী আমজাদের পরকীয়া প্রেমিকা গৃহবধূ সাজেদা বেগম (৪৮) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠায় হরিরামপুর থানা পুলিশ। 

জানা যায়, সোমবার রাত আটটার দিকে উপজেলার সরফদিনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। রাতেই তাকে জিজ্ঞাসাবাদের পরে আমজাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালত সোপর্দ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিহত হন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেন ছেলে আমজাদ হোসেন। ১১ তারিখ সকালে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহের তালিকায় উঠে আসে পরকীয়া প্রেমিকা সাজেদা বেগমের নাম।

সে একই গ্রামের উজ্জ্বল খানে দ্বিতীয় স্ত্রী। ঘটনার একদিন পর থেকেই গা ঢাকা দেন সাজেদা বেগম। সোমবার সন্ধ্যার পর সে নিজ বাড়ি সরফদিনগর আসলে এলাকাবাসী তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ওসি মুহাম্মদ মুমিন খান জানান, সাজেদা বেগমকে সন্দেহবশত আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয় এবং বিজ্ঞ আদালত শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় হত্যার শিকার হন আমজাদ হোসেন। পরের দিন মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদীনগর ও শ্রীকৃষ্ণপুর এলাকার মাঝে পিঁয়াজ ক্ষেতের পাশে ডাঙ্গার পাড়ে  আমজাদ হোসেনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

পরে পরিবারকে জানালে পরিবারের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ওই দিন রাতেই নিহতের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সন্দেহভাজন একজন সহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়। রহস্যজনক এ হত্যাকান্ড নিয়ে এলাকার একাধিক সূত্র জানায়, আমজাদের সাথে গৃহবধূ সাজেদা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল।