শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

আওয়ামী লীগের কার্যালয় ভেঙে সরকারি জমি দখলমুক্ত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:৩৩

শেয়ার

আওয়ামী লীগের কার্যালয় ভেঙে সরকারি জমি দখলমুক্ত
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে সরকারি জমি দখল করে নির্মিত কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভেকু মেশিন দিয়ে উপজেলার কালিশুরী বন্দরের এই অবৈধ স্থাপনাটি ভাঙার কাজ শুরু হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড, সার্ভেয়ার কামরুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কালিশুরী বন্দরের বড় মসজিদের কাছে সরকারি জমি দখল করে এই কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধারে এই পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, ‘কালিশুরী বাজারে একটি খালের ওপর ভবন নির্মাণ করা হয়। আমরা ভবনটি ভেঙে ফেলেছি এবং খালের সাইট পরিষ্কার করে খাল উদ্ধার করেছে।’