বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪১

শেয়ার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

দিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে যানবাহন নিয়ে আটকে পড়েছে ফেরি। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৭টি ফেরি আটকা আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ৩টা থেকে ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি যানবাহন নিয়ে আটকে আছে।

banner close
banner close