শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বহিষ্কার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৬

শেয়ার

সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বহিষ্কার
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বহিষ্কার। কোলাজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িত থাকায় শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার, এবং সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়। 

জাকির হোসেনকে যুবদল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব  নূর আলম মিয়া বলেন, আমাদের দলে কোনো চাঁদাবাজ সন্ত্রাসের ঠাঁই নেই, এটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। জাকিরের কর্মকান্ডে দলীয় সম্মান ক্ষুন্ন হয়েছে তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদিও অন্য কেউ- ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় তাদের ও বহিষ্কার করা হবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি শাহবাজপুর এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান অভিযান পরিচালনা করে যুবদল নেতা জাকির হোসেনকে আটক করে এবং ১ লক্ষ টাকা অর্থ দন্ড অন্যথায় ৩ মাসের কারাদণ্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে জরিমানার ১ লক্ষ টাকা পরিশোধ করে মুক্তি পায় সে।