শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

সিরাজগঞ্জের সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:৪০

শেয়ার

সিরাজগঞ্জের সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কোলাজ: বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে সলঙ্গা ডিগ্রি কলেজ মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা পর্যন্ত যায়।

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সলঙ্গা থানার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী পরিবার ব্যানারে সোমবার বিকেলে বইমেলা শুরু হয়।

মেলা উদ্বোধনের পর সাংস্কৃতিক সন্ধ্যায় খোলামেলা ও অশ্লীল নৃত্য পরিবেশিত হওয়ায় শিক্ষিত সমাজ ও এলাকার সচেতন মহল হতবিহ্বল হয়ে পড়ে। মুহূর্তেই ওই নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বইমেলার মতো শিক্ষামূলক আয়োজনের সাথে অশ্লীল নৃত্য কোনোভাবেই মানানসই নয়। আয়োজক কমিটির শিশু-কিশোরদের কথা বিবেচনা করা উচিত ছিল। এ ধরনের অসামাজিক কার্যকলাপ ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ হিরনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।