শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

দশমিনায় ট্রলির চাপায় নিহত ২, আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:১৫

শেয়ার

দশমিনায় ট্রলির চাপায় নিহত ২, আহত ৩
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দশমিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পরে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ট্রলি চালক গুরুত্বর আহত হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়ে।

এই ঘটনায় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচ্চিম লক্ষ্মীপুর এলাকায় দশমিনা-গলাচিপা মহসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তানজিলা উপজেলা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হাওলাদারের স্ত্রী।

এদিকে ট্রলি ড্রাইভার মো. রাকিব একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. মান্নান খানের ছেলে।

দশমিনা থানা ওসি মোহাম্মাদ আবদুল আলিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’