শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৪ শা’বান, ১৪৪৬

ডেকে নিয়ে বন্ধুকে খুন, পুলিশের হাতে আটক খুনি 

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৫

শেয়ার




ডেকে নিয়ে বন্ধুকে খুন, পুলিশের হাতে আটক খুনি 
ডেকে নিয়ে বন্ধুকে খুন

নেত্রকোনার কলমাকান্দায় রাজিব তালুকদার (৩৮) নামে এক যুবককে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে তার বন্ধু। স্থানীয়রা রাস্তার পাশে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বন্ধু দীপকে আটক করেছে পুলিশ।

নিহত রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাজীব খুনের ঘটনায় দীপ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপ জানিয়েছে সে তার বন্ধু রাজিব কে খুন করেছে। তার দেওয়া তথ্যমতে খুনের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। 

দ্বীপের বরাত দিয়ে তিনি আরও জানান, রাজিব এবং দ্বীপ তারা বন্ধু। তারা একই সাথে চলা ফেরা করত। দুই বন্ধুই মাদক সেবন করত। সে সুবাদে রাজিব দ্বীপের বাড়িতে যাওয়া আসা করত। দ্বীপের অনুপুস্থিতিতে রাজিব তার বাড়িতে গিয়ে প্রায়ই তার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। গত কয়েকদিন আগে রাজিব দ্বীপকে বাড়িতে না পেয়ে খালি ঘরে তার স্ত্রীকে আটকে রেখে ধর্ষণে করে। দ্বীপ বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে ঘটনাটি জানায়। পরে কৌশলে রাজিবকে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে পাশের এলাকা গোবিন্দপুরে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে। 

এ এছাড়াও দ্বীপ আরও জানিয়েছে রাজিব এলাকার মেয়েদেরকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। তার অত্যাচারে অনেক অভিভাবক কম বয়সে তাদের মেয়েদের বিয়ে দিয়ে দেয়।

কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের সুরতহাল তৈরি করে করা হয়েছে। নেত্রকোনা মর্গেও পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।