বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

চট্টগ্রামের পোশাক কারখানায় লাগা আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

চট্টগ্রামের পোশাক কারখানায় লাগা আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে একটি পোশাক কারখানায় লাগা আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। বাহিনীটি বলেছে, কারখানা থেকে ফায়ার কর্মীরা অন্তত এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।

শনিবার দিবাগত রাতে ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

এর আগে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এবালন গার্মেন্টস নামে পোশাক কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে কারখানার ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

banner close
banner close