
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে কামাল বেপারী নামে একজন নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল।
এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজনা করতে নিষেধ করায় এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।’
আরও পড়ুন: