বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

সিরাজগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:১৩

শেয়ার

সিরাজগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৩টায় শহরের বাজার স্টেশন এলাকার আরমান গেস্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

আটককৃত হলেন, সিরাজগঞ্জ পৌর একালার সয়াধানগড়া মধ্য পাড়া গ্রামের মৃত আজাহার শেখের ছেলে মো. শাহাদত হোসেন সবুজ, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামের খলিল প্রামানিকের ছেলে মো. শাহিন ওরফে শামিম, চর হরিপুর গ্রামের মৃত গাজী নজরুল ইসলামের ছেলে মো. দুলাল শেখ, রাজশাহী জেলার শিরইল কলোনীর মৃত জাকির আলীর মেয়ে মোছা. শিমলা খাতুন, গোদাগাড়ী থানার ফকিরপাড়া গ্রামের মৃত আলিম হোসেনের মেয়ে মোছা. শাপলা খাতুন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গোটামারী গ্রামের মো. দুলাল হোসেনের মেয়ে মোছা. দুলিফা বেগম আখি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘গ্রেফতারকৃতরা হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ছিল। হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

banner close
banner close