বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

সাজেকে রিসোর্টে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:২৯

শেয়ার

সাজেকে রিসোর্টে আগুন
ছবি: সংগৃহীত

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অবকাশ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে। অবকাশ নামের ওই রিসোর্টে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে।

সোমবার দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বলেন, ‘আজ সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়।’

তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে বলে জানা গেছে। 

banner close
banner close