বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে নিহত দুই

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯

শেয়ার

সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে নিহত দুই
অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে নিহত দুই

সাভারে কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। এর আগে ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে ওলিউর রহমান (৫০) এবং ভোলা সদর থানার পশ্চিম চরখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫)। তারা দুজনই ওই কারখানার শ্রমিক ছিলেন।

ফয়েজ উদ্দিনের ভাই মনির হোসেন বলেন, ‘সোমবার রহিম আফরোজ কারখানার জন্য অগ্নিনির্বাপক যন্ত্র কিনে আনে কারখানা কর্তৃপক্ষ। ভোর রাতে সেসব অগ্নিনির্বাপক যন্ত্রের একটি পিকআপ থেকে নামানোর সময় একটি বিস্ফোরিত হয়। এ সময় ফয়েজ ও ওলিউর রহমান আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সাভার মডেল থানার ওসি বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

banner close
banner close