রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:২৫

শেয়ার

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বাংলা এডিশন

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মিরপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

নিহত রাকিবুল ইসলাম কনস্টেবল পদে ছিলেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সে কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে।

জানা গেছে, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না৷ পরে পরিবারের সদস্যরা  দেখেন সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ৷

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না। তার বাবা একটা  ব্যবসা করতো। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। একারণে চাপ দেন তারা৷ মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

banner close
banner close