রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৩৮

আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ
 
নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে ছোট বাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা সিভিল সার্জনের বরাবর স্মারকলিপি প্রদান করেন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।
 
সমাবেশে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এসএম কামরুল হাসান, পঞ্চম বর্ষের ইমতিয়াজ জামিল, নিশাদ হোসেন ইমন, চতুর্থ বর্ষের উম্মে আসলিনা ও ফারজানা প্রমুখ।
 
বক্তারা বলেন, এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির আইনের বিরুদ্ধে করার রিটটি ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রীদারীদের দিতে হবে। ম্যাটসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ডাক্তার ব্যতীত সাধারণ ঔষধ ছাড়া এন্টিবায়োটিক সহ জটিল কোন রোগের ঔষধ লিখতে পারবে না। এছাড়াও প্রেসক্রিপশন ও ওটিসি তালিকা ব্যতীত অন্য ঔষধ বিক্রি করতে পারবেনা। স্বাস্থ্য খাতে চিকিৎসা সংকট সংকট নিরসন করতে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। মেডিকেলের শিক্ষার্থীদের জন্য চাকরির বয়স ৩৪ করতে হবে। বিদ্যমান ম্যাটস শিক্ষার্থীদের ও কর্মচারীদের কর্ম পরিধির সীমাবদ্ধ করতে হবে এবং নতুন করে ম্যাটস'এ ভর্তি বন্ধ করতে হবে।
banner close
banner close