
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এডভোকেট এ বি এম মহী উদ্দীন।
বিএনপি ও জামায়াত পন্থী আইনজীবী প্যানেলের বিপরীতে ভোট করেছেন কৌশলে, নিবৃত্তে। যে কারণে শক্তিশালী প্যানেলের 'ভোট ব্যাংক' ভেঙ্গে বিজয় ছিনিয়ে আনলেন তরুণ এই আইনজীবী। স্থাপন করলেন নতুন দৃষ্টান্ত।
এই ফলাফলের পর সাধারণ ভোটাররা মনে করছেন, আইনজীবীদের নিকট 'প্যানেল' বলতে কিছু নাই। ব্যক্তিত্ব ও ব্যক্তিগত ইমেজ এখানে বিবেচ্য।
সাধারণ আইনজীবীরা জানিয়েছেন, এডঃ এবিএম মহী উদ্দীন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি দেখিয়েছেন। সকল দল-মতের একচেটিয়া ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন, যা জেলা বারের জন্য একটি নতুন বার্তা। এ বি এম মহী উদ্দীনের যোগ্য ও দক্ষ নেতৃত্বে সমিতি অনেকদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন আইনজীবীগণ।
এদিকে, দুই প্যানেলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে নির্বাচিত করায় আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এডভোকেট এ বি এম মহী উদ্দীন। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে দোয়া/আশীর্বাদ, সমর্থন ও বিপুল ভোট দিয়ে বিজয়ী হতে যে সহযোগিতা করেছেন, তার জন্য প্রথমে মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া। আপনাদের কাছে আমি চিরঋণী, কৃতজ্ঞ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যেন নীতি, আদর্শ, সততা দিয়ে সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এডঃ মঞ্জুর আলমের ভোট ২৭৭। লয়ার্স কাউন্সিলের এডঃ কুতুব উদ্দীন পান ২০২ ভোট। স্বতন্ত্র প্রার্থী এডঃ এবিএম মহী উদ্দীন এর প্রাপ্ত ভোট ৩৫৬।
আরও পড়ুন: