রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হয়েছিলেন জয়বাংলা ক্লাবের সভাপতি, এখন বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়ক 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:০৭

শেয়ার

হয়েছিলেন জয়বাংলা ক্লাবের সভাপতি, এখন বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়ক 
রাকিব মুসুল্লি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছিলেন জয় বাংলা ক্লাব-এর সভাপতি। পাশাপাশি ফেয়ার মাইন্ড সমাজসেবা সংগঠনের নামে একটি ব্যানারে করতেন বিভিন্ন জায়গা থেকে অর্থ বাণিজ্য।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা কমিটিতে নাম থাকায় আবারো সমালোচনায় এসেছে রাকিব মুসুল্লি। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার নেতা-কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথাও জানান তারা।

রাকিব মুসুল্লির বিরুদ্ধে ছাত্রলীগের ছত্রছায়ায় ফেয়ার মাইন্ড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জোরপূর্বক এই সংগঠনের নামে অর্থ দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকার করলেই বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতে হতো বলেও জানিয়েছেন অনেকে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মীর মতো তিনিও এলাকা ছাড়তে বাধ্য হন। ৫ তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে আশ্রয় নেন। সাভারে গিয়ে রাকিব মুসুল্লি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন।

সাভার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

 

 

banner close
banner close