
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হারুনুর রশিদ। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস.এম শাতিল মাহমুদ। হারুনুর রশিদ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও শাতিল মাহমুদ কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান কেএম আব্দুর রউফ এ ফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই সহকারী নির্বাচন কমিশনার মোস্তফা শামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিঠু।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির (ভবন ২) নিচতলায় উকিল বারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে বিভিন্ন পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট অ্যাডভোকেট হারুনুর রশিদ ১৪৭ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সোহেল খালিদ মো. সাঈদ পেয়েছেন ১০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এস.এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী খ.ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৭ ভোট পেয়েছেন।
এছাড়া ১৭৯ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আজম মৃধা। তার নিকটতম প্রার্থী আব্দুর রহমান ১২৮ ভোট পেয়েছেন। ১৫২ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক চঞ্চল। তার নিকটতম প্রার্থী নিজাম উদ্দিন ১১৪ ভোট পেয়েছেন। ১৭৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার। তার নিকটতম প্রার্থী আব্দুস সাত্তার (শাহেদ) ৯৯ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: