
সংস্কারের আগে দেশব্যাপি খুন,ধর্ষন ছিনতাই বন্ধ করন ও নারীদের নিরাপত্তার দাবিতে ভোলা নাজিউর রহমান কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদি বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশব্যাপি খুন, ধর্ষণ, নারী নির্যাতন,ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে নাজিউর রহমান কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় নাজিউর রহমান কলেজের সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী এ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কালো ব্যানারে ভোলা - বরিশাল আঞ্চলিক মহাসড়কের চত্বর থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন।
এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, জবাব চাই’ জবাব দাও, ‘বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ এসব স্লোগান দেন তারা।
এসময় বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুম্মন পাটওয়ারী, তানবির,মাইশা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের সাবেক শিক্ষার্থী ও কাচিয়া ইউনিয়ন ছাত্রদলের সহঃ সভাপতি মোঃ রুবেল।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জুলাই-২৪ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেন এখনও পড়াশুনা ছেড়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াতে হচ্ছে? প্রতিনিয়ত ধর্ষণ ছিনতাইসহ বিভিন্ন অরাজকতা দেখতে হচ্ছে। এটা কার ব্যর্থতা বলে প্রশাসন কে জবাব চান শিক্ষার্থীরা।
উল্লেখিত অপরাধ নিরসন করে নির্বিঘ্নে চলাচল ও জণগণের জান মালের নিরাপত্তা জোরদারে ব্যার্থ হলে আরো কঠিন কর্মসুচী ঘোষনা দেন শীক্ষার্থীরা।
আরও পড়ুন: