রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ১১:২৩

আপডেট: ১ মার্চ, ২০২৫ ১১:৩৫

শেয়ার

নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার
নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার। বাংলা এডিশন

নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে হাঁপানিয়া বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান,হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।

banner close
banner close